বিলেতের আয়না রিপোর্ট — মাহমুদুর রহমান শানুর ।ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে গতকাল ২০ অক্টোবর রবিবার লন্ডনস্হ চিলড্রেন এডুকেশন সেন্টারে সংগঠনের এক বছর পূতি অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কুরআন তেলাওয়াত করেন মৌলানা আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব তছউর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর। অনুষ্ঠানটি চার পর্বে ছিল। প্রথম পর্ব – বার্ষিক সাধারণ সভা। দ্বিতীয় পর্ব – আলোচনা সভা ও তৃতীয় পর্ব- সম্মাননা পদক বিতরন অনুষ্ঠান। চতুর্থ পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক সাধারণ সভায় সভাপতি তছউর আলী স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরু’ সাংগঠনিক বক্তব্য রাখেন।এবং কোষাধ্যক্ষ ফরিদ আহমদ বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন। রিপোর্টটি সবার সর্ব সম্মতিক্রমে রিপোর্ট গৃহীত হয়েছে।
দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ। সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান। সহসভাপতি আজন উদ্দিন। সহসভাপতি সেলিম উদ্দিন চাকলাদার। সহসভাপতি দেওয়ান নজরুল ইসলাম।সহসভাপতি আব্দুল কাদির।সহসভাপতি মৌলানা আশরাফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন। যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ। সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু। প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম। সহ প্রচার সম্পাদক শাহরিয়ার রহমান জুনেদ। শিক্ষা সম্পাদক মাহবুব হোসেন। স্পোর্টস সম্পাদক কবির আহমেদ খান তায়েফ। মহিলা সম্পাদিকা নাজিয়া আক্তার রেবিন।আবদুল কাদির । আরও উপস্থিত ছিলেন এনাম আহমদ । মেম্বারশীপ সম্পাদক রসুম জসিম উদ্দিন। স্যোসাল এন্ড ওয়েলফেয়ার সম্পাদক খালেদ আহমেদ। এন্টারটেইমেন্ট সম্পাদক রহিম উদ্দিন মুক্তা।রিসিপশন সম্পাদক মিসবাহ উদ্দিন। সহ স্পোর্টস সম্পাদক কামরুজ্জামান চাকলাদার। সহ এডুকেশন সম্পাদক জিলাল উদ্দিন। সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। নির্বাহী কমিটি সদস্য হেলাল আহমেদ। এমদাদুল হোসেন জগরুল। রোকসানা পারভীন জোছনা। ফেরদৌসী জামাল। সালমা রহমান। আজিজুর রহমান। শিহাব উদ্দিন। তাজুল ইসলাম। সাংবাদিক আইঅন টিভি’র সিনিয়র রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ। কিশোয়ার আনাম লিটন প্রমুখ নেতৃবৃন্দ। অ্যালামনাই এসোসিয়েশনের সম্মানিত সিনিয়র সহসভাপতি ডাঃ মাসুক উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কাতারে অবস্থান করার কারণে কিন্তু উপস্থিত সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।
এক বছর পূতি অনুষ্ঠানের কেক কেটে অনুষ্ঠানকে আরো বেশি সমৃদ্ধ ও আলোকিত করছে।
মহিলা সম্পাদিকা নাজিয়া আক্তার রেবিনের সঞ্চালনায়
তৃতীয় পর্ব ছিল পাঁচজন সম্মানিত ব্যক্তিকে সম্মামনা পদক দেওয়া হয় । স্পনসর করেছেন সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান নজরুল ইসলাম। সম্মানিত ব্যক্তিরা হলেন অ্যালামনাই এসোসিয়েশন ইউকে এর সভাপতি জনাব তছউর আলী। সহসভাপতি জনাব মুজিবুর রহমান। বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটিস কাউন্সিলর সাফরন ও ওয়াল্ডেন টাউন কাউন্সিল এর ডেপুটি মেয়র জুবায়ের খান মিলন। বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটিস জনাব জমির উদ্দিন আহমেদ ও কমিউনিটি এক্টিভিটিস জনাব এম শামসুদ্দিন।
উক্ত সভায় বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ একটি ঐতিহ্যবাহী এলাকা।রত্নগর্ভাদের উজ্জ্বল ভূমি। আমরা এক মনন ও আত্বীক সম্পদের সমৃদ্ধিতে ঋদ্ধ ও গর্বিত ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র শিক্ষকরা। ঢাকা দক্ষিণ তথা গোলাপগঞ্জ উপজেলার কথা শুনলে অন্যান্য এলাকার মানুষ আনন্দে উদ্বুদ্ধ হয়ে উঠেন। আমাদের এলাকা গৌরবদীপ্ত ও কৃতি সন্তানদের এক উজ্জ্বল ভূমি। এ মাটি রত্নগর্ভা ও নানন্দিক ঐশ্বর্যে ভরপুর। এর পরতে পরতে আবৃত আছে গর্ব ও গৌরবের ভান্ডার। মাটির সন্তানদের নিয়ে আমাদের ছিল সংগঠনের এক বছর পূর্তি অনুষ্ঠান। আমাদের এলাকার মাটি যেমন উর্বর এর চেয়ে বেশি উর্বর এর মনন প্রকর্ষন। মহিমান্বিত অতীত আর গৌরবোজ্জ্বল ঐতিহ্যে ভাস্কর গোলাপগঞ্জ উপজেলা তথা ঢাকাদক্ষিণ।প্রগতিশীল কর্মকাণ্ড, সাহিত্য শিল্প ও সংস্কৃতি চর্চা এবং জ্ঞান মনিষার ঔজ্জ্বল্য শুধু বা বাংলাদেশ নয়, বহিবিশ্বে নন্দিত। আমাদের এলাকার কৃতি সন্তানেরা প্রমিথিউসের মতো আলো জেলেছেন ঘরে ঘরে এবং নন্দিত হয়েছেন, সমগ্র বিশ্বে।
। সাংস্কৃতিক অনুষ্ঠানের জাতীয় সংগীত পরিবেশ করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের নেতৃবৃন্দ ও আগত অতিথিরা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, গান পরিবেশন করেন শংকরী। নাজিয়া আক্তার রেবিন। সেলিম উদ্দিন চাকলাদার। রহিম উদ্দিন মুক্তা। মুজিবুল হক মনি। অত্যন্ত মনোমুগ্ধকর আপ্যায়ন ও ছিল।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর। সার্বিক তত্বাবধানে ছিলেন অ্যালামনাই এসোসিয়েশন ইউকে এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি লাইফ সম্প্রচার করেছে ★হাওয়া টিভি ★ সিলেটি লন্ডনী ★।
ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকে’র বর্ষপূর্তি অনুষ্ঠান
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪