বিলেতের আয়না ডেক্স :- সিলেটে হঠাৎ কালবৈশাখী-শিলাবৃষ্টি, ভাঙল বাসাবাড়ির জানালা-গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।
বড় বড় শিলার আঘাতে গ্রাম গন্জ শহরে হাজার হাজার মানুষের টিনের চাল কানা কানা হয়ে গেছে। গাড়ির কাচ, এম্বুলেন্স, সিএনজি অটোরিকশা সহ শত যানবাহনের ক্ষতি হয়েছে। রাত দশটার পর থেকে ১২ টা পর্যন্ত ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয়েছে। প্রায় ২০ থেকে ৩০মিনিট পর্যন্ত স্হায়ী ছিল। অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁরা বলেছেন এই রকম শিলা বৃষ্টি জীবনে দেখেননি। গোলাপগঞ্জ উপজেলার সরকারি হাসপাতালে আহত হয়ে অনেক লোকজন এসে চিকিৎসা নিয়েছেন। শত শত লোকজন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানুষের মধ্যে একটা আতংকিত দেখা গেছে বলে অনেকে জানিয়েছেন। এটা হলো আল্লাহর গজব বলে অনেকেই অবিহিত করেছেন। গরীব অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে থাকার অনেকেই আহবান জানিয়েছেন। অনেক সমাজ দরদী, বৃত্তশালী লোকজন তাদের WhatsApp নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সিলেটের বিভিন্ন উপজেলায় ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টির কারণে গাছ গাছালি, ফসলের ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। কোন কোন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গরু ছাগল হাস মুরগীর বিরাট ক্ষতি হয়েছে। জনজীবন বিপর্যস্ত ।