গনতন্ত্রমঞ্চের নেতা কর্মীদের উপর পুলিশের হামলা ।

বিলেতের আয়না ডেক্স :- গনতন্ত্রমঞ্চের নেতা কর্মীদের উপর পুলিশের হামলা ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এরপর তারা সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। মঞ্চের নেতা–কর্মীদের দাবি, এতে সংগঠনের অন্তত ৪০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে মিছিলটি পল্টন হয়ে জিপিওর সামনে পৌঁছানোর পরপরই শতাধিক পুলিশ নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করে।
হামলায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস আহত হয়েছেন বলে মঞ্চের পক্ষ থেকে দাবি করে।
গণতন্ত্র মঞ্চের অভিযোগের বিষয়ে পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথমত, তাদের (গণতন্ত্র মঞ্চ) সমাবেশ করার অনুমতি ছিল না। তবু তাদের সমাবেশ করতে দেওয়া হয়েছে। পরে তারা সচিবালয় অভিমুখে মিছিল করতে চায়। তারা তখন বলেছিল, নূর চত্বর (জিরো পয়েন্ট) থেকে ঘুরে তারা চলে আসবে। কিন্তু নূর চত্বরে গিয়ে তারা ব্যারিকেড উল্টিয়ে দেয়। একপর্যায়ে একজন পুলিশ পরিদর্শক বিষয়টি থামানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে লাঞ্ছিত করা হয়। তখন পরিদর্শককে উদ্ধার করা ছাড়া উপায় ছিল না।
এডিসি শাহ আলম আরও বলেন, পুলিশ অতর্কিত হামলা করেনি। উল্টো তারাই (গণতন্ত্র মঞ্চ) পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ বাঁশি দিয়ে তাদের সরিয়ে দিয়েছে।
মিছিলে হামলা ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে গণতন্ত্রমঞ্চ।

আরও পড়ুন:  অনেক হয়েছে, এবার স্বদেশে ফিরতে চাই -- সমাবেশে রোহিঙ্গারা।

”বিএনপির প্রতিবাদ”
গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করে জনগণসহ বিরোধী দলগুলোর ওপর তীব্র মাত্রায় দমন-পীড়ন চালাচ্ছে। আর সেটির আরও একটি নির্মম বহিঃপ্রকাশ আজ গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top