বিলেতেৱ আয়না ডেক্স :- ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে শামীমা বেগমের আপিল খারিজ।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমকে তার নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে ব্রিটিশ আপিল আদালত।
আদালত বলেছে, এটি যুক্তিযুক্ত হতে পারে যে, ২৪ বছর বয়সী মেয়েটির নাগরিকত্ব প্রত্যাহারের সিদ্ধান্তটি ‘কঠোর’। তবে এটিও যুক্তিযুক্ত হতে পারে যে, শামীমা বেগম তার ‘নিজের দুর্ভাগ্যের লেখক’। কিন্তু কোনো মতের সঙ্গেই একমত হওয়া বা দ্বিমত পোষণ করা এই আদালতের কাজ নয়।
আমাদের একমাত্র কাজ হল বঞ্চনার সিদ্ধান্তটি বেআইনি ছিল কিনা তা মূল্যায়ন করা। আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বেআইনি ছিল না, এবং আপিলটি খারিজ করা হয়েছে।
লন্ডন থেকে আল জাজিরার সাংবাদিক বলেন, শামীমা বেগমের মামলার এখানেই শেষ নয়। এই রায় বিবেচনার জন্য তার আইনজীবীরা এক সপ্তাহ সময় পাবেন।
প্রধান বিচারপতি বলেন, প্রয়োজনে তারা আদালতে আসতে আরও সময় নিতে পারেন।
ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে শামীমা বেগমের আপিল খারিজ।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪