মিয়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্য দখল নিয়েছে আরাকান আর্মি।

বিলেতের আয়না ডেক্স :-মিয়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্য দখল নিয়েছে আরাকান আর্মি।

জান্তা বাহিনী হটিয়ে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরের সেনা ঘাঁটি দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ)।
স্থানীয় সময় রোববার (২৮ জানুয়ারি) আরাকান আর্মিরা ঘাঁটিটি দখল করে নেয়। এটি মিয়ানমার সেনাবাহিনীর ৩৮০ ব্যাটালিয়নের ঘাঁটি বলে জানা গেছে।
তবে এখনও ওই এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে বলে গণমাধ্যমের প্রতিবেদনের বলা হয়েছে।
এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ম্রাউক ইউ শহরে সেনাবাহিনীর ৩৭৭ ও ৫৪০ ব্যাটালিয়ন ও পুলিশের ৩১ ব্যাটালিয়ন থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। জান্তা বাহিনীর গোলাবর্ষণে এ শহরের চার বাসিন্দা নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, জান্তা সৈন্যরা রামরি শহরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে আসছে।
তবে শহরটিতে আরাকান আর্মির বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সম্মুখ লড়াইয়ের কোনও খবর পাওয়া যায়নি। মিনবিয়া শহরের খোয়া সোন গ্রামে সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত তিন বাসিন্দা গুরুতর আহত হয়েছে।
এর আগে, আরাকান আর্মির যোদ্ধারা ২৪ জানুয়ারি পাকতাও শহরের দখল নেয়। এরপর থেকেই জান্তা বাহিনী ওই শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করে।

আরও পড়ুন:  বিএনপি রাজধানীতে বিজয় শোভাযাত্রা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top