বিলেতের আয়না ডেক্স :- ময়মনসিংহ-৩ : জয়ী হলেন নিলুফার আনজুম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের পুনঃনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি নৌকা প্রতীকে ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে জয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।
শনিবার (১৩ জানুয়ারি) ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে টানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর বিকেল ৫টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। ময়মনসিংহ-৩ আসনে মোট কাস্ট ভোট সংখ্যা ৫৫ দশমিক ২৮ শতাংশ।
এর আগে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে দেন।
ময়মনসিংহ-৩ : জয়ী হলেন নিলুফার আনজুম
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪