বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে আগামী ১ অক্টোবর থেকে এশিয়া জয়ের মিশনে নামবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। চ্যাম্পিয়ন ট্রফি হাতে সংযুক্ত আরব আমিরাত মিশন শেষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন নারী দলের খেলোয়াড়রা। দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই জ্যোতি-রোমানাদের। ঘরের মাঠে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর।
বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে আগামী ১ অক্টোবর থেকে এশিয়া জয়ের মিশনে নামবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টে ফাইনাল হবে ১৫ অক্টোবর। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশের ছাড়া বাকি ৬টি দল হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও মালয়েশিয়া।
চোটের কারণে বিশ্বকাপের বাছাই থেকে বাদ পরা তারকা পেসার জাহানারা আলমকেসহ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এ ছাড়া দলে ফিরেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও পিঙ্কি। এ ছাড়া দলে স্ট্যান্ডবাই রাখা হয়েছে চার ক্রিকেটারকে।
এশিয়া কাপে বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, রিতু মনি, লতা মণ্ডল, জাহানারা আলম, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, সোহালি আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
স্ট্যান্ডবাই: মারুফা আক্তার, রাবেয়া খান, শারমিন আক্তার সুপ্তা ও নুজহাত তাসনিয়া।

আরও পড়ুন:  বিশেষ আইন করে অবিলম্বে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে - জাসদ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top