সৌদিতে একদিনে সাতজনের শিরশ্ছেদ। একদিনে সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

বিলেতের আয়না ডেক্স :- সৌদিতে একদিনে সাতজনের শিরশ্ছেদ। একদিনে সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

২০২২ সালের পর এটাই একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার শিরশ্ছেদ করা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ ছিল। তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে যে তারা সবাই সৌদির নাগরিক হতে পারে।
এর আগে ২০২২ সালের মার্চে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এ ঘটনায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল দেশটি।
তবে সৌদির কর্তৃপক্ষের বক্তব্য হল- আইন ও কোরআনভিত্তিক শরীয়াহ শাসন অক্ষুন্ন রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য।
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। চলতি বছর এই নিয়ে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৭০ জন। সূত্র: মিডল ইস্ট আই, ভয়েস অব আমেরিকা

আরও পড়ুন:  যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেছেন ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top