বিলেতের আয়না ডেক্স :- প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বকাপজয়ী মার্টিনেজের সাক্ষাৎ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের ত্রাতা এবং বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে পা দিয়ে ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে শেখ হাসিনাকে অটোগ্রাফসহ আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছেন মার্টিনেজ।
ফান্ডেড নেক্সট মার্টিনেজকে বাংলাদেশে আনার মূল আয়োজক। এর আগে সকালে ফান্ডেড নেক্সটের প্রগতি সরণীর কার্যালয়ে যাওয়ার পরই মার্টিনেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। এ সময় পলকের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান।
ফান্ডেড নেক্সটের অফিসে মার্টিনেজকে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মার্টিনেজের সঙ্গে সেখানে প্রায় আধা ঘণ্টার মতো সময় কাটিয়েছেন মাশরাফি।
উল্লেখ্য, সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে ঢাকায় পা রাখেন এই তারকা। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বকাপজয়ী মার্টিনেজের সাক্ষাৎ।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪