বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবলে ডেনমার্ককে ১-০গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠলো অস্ট্রেলিয়া। ইউরোপিয়ান জায়ান্ট ডেনমার্ককে হারিয়ে রানার্সআপ হয়ে গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে অজিরা। আল জানুব স্টেডিয়ামে ডেনমার্ককে ১-০ গোলে হারায় তারা। দলটির পক্ষে একমাত্র গোলটি করেছেন ম্যাথু লেকি।
এর আগে, ২০০৬ সালে নকআউট পর্ব খেলেছিল দলটি। দীর্ঘ ১৬ বছর পর শেষ ষোলোতে জায়গা করে নিলো অস্ট্রেলিয়া। অন্যদিকে আসর থেকে বিদায় নিয়েছে ডেনিশরা। অথচ এবার বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবেই ভাবা হচ্ছিল ডেনমার্ককে। গত ইউরোতে ডেনমার্ককের পারফরম্যান্স নজর কেড়েছিল সবার, আশা ছিল বিশ্বকাপেও তেমন কিছুর। কিন্তু প্রত্যাশা মেটাতে পারলো না দলটি।
জিতলে শেষ ষোলো, হারলে বিদায় এমন সমীকরণে অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল হজম করেই মাঠ ছেড়েছে ডেনিশরা। মাঠের খেলাতেও পিছিয়ে ছিল তারা।
শুরু থেকে অবশ্য গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ডেনিশরা। ম্যাচের ১১ মিনিটে বাঁ প্রান্ত থেকে নেয়া ডেনিশ মিডফিল্ডার ম্যাথিয়াস জেনসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন অজি গোলরক্ষক ম্যাথু রাইয়ান। দুই মিনিট পর ডি-বক্সে অজি ডিফেন্ডারদের বাধায় লক্ষ্যে থাকেনি আন্দ্রেয়াস ওলসেনের শট। ১৯ মিনিটে গোলের সম্ভাবনা জাগলেও অজিদের ডি-বক্সে ডেনিশ ফরোয়ার্ডরা ব্যর্থ হয়েছেন শট নিতে।
টানা আক্রমণ সামলে ম্যাচের ২২ মিনিটে গোলের উদ্দেশে শট নেন রাইলি ম্যাকগ্রি। তবে গ্লাভসবন্দি করতে কোনো অসুবিধা হয়নি ডেনিশ গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেলের জন্য। ২৯ মিনিটে জেস্পার লিন্ডস্ট্রোমের পাস গোলবারের সামনে পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন ওলসেন। দুই মিনিট পর প্রতি আক্রমণে উল্টো গোলের সুযোগ তৈরি করেছিল অস্ট্রেলিয়া। তবে তাদেরও ভাগ্য সহায় হয়নি। এরপর মাঝমাঠের খেলাতেই আটকে থাকে দুই দল।
৪১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নেয় অস্ট্রেলিয়া। তবে সেটা চলে যায় ক্যাস্পারের হাতেই। বিরতির আগে তিনি আরও একবার দলকে বিপদমুক্ত করেন। শেষ পর্যন্ত দুই দলকে গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করতে হয়।
বিরতির পর ম্যাচে ফেরার বদলে উল্টো ছিটকে পড়ে ডেনিশরা। ৬০ মিনিটে মাঝমাঠ থেকে রাইল ম্যাকগ্রির পাস নিয়ন্ত্রণে নিয়ে একক নৈপুণ্যে ডি-বক্সে ঢুকে ক্যাসপারকে পরাস্ত করে অজিদের লিড এনে দেন ম্যাথু লেকি। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। তবে ডেনমার্ক ডিফেন্ডারদের বাধায় আজিজ বেহিখ বল জালে জড়াতে ব্যর্থ হন।
৫ মিনিট পর পেনাল্টি পেতে পারতো ডেনমার্ক। কিন্তু লাইন্সম্যানের অফসাইড সিগনালে বাতিল হয়ে যায় রেফারির পেনাল্টির সিদ্ধান্ত। ৮৮ মিনিটে গোল শোধের একটি সুযোগ পেয়েছিল ডেনিশরা। কিন্তু ডি-বক্সে ক্যাসপার ডলবার্গ ও অ্যালেক্সান্ডার দুজনেই ব্যর্থ হন অন টার্গেটে শট নিতে। যোগ করা সময়ে সুযোগ হাতছাড়া করেন ক্রিস্টিয়ান এরিকসেনও। শেষ দিকে অনেক চেষ্টা করেও আর অজি রক্ষণদুর্গ ভাঙতে পারেননি এরিকসেনরা। হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
কাতার বিশ্বকাপ ফুটবলে ডেনমার্ককে ১-০গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়া।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪