কাতার বিশ্বকাপ ফুটবল সেনেগাল কে পরাজিত করে ২-০ গোলে জয় তুলে নিলো নেদারল্যান্ডস।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবল সেনেগাল কে পরাজিত করে ২-০ গোলে জয় তুলে নিলো নেদারল্যান্ডস।

৮ বছর পর বিশ্বকাপে খেলতে নেমে জয় উদযাপন করলো লুই ভ্যান গালের দল নেদারল্যান্ডস সোমবার ‘এ’ গ্রুপের লড়াইয়ে সেনেগালকে ২-০ গোলে হারায় নেদারল্যান্ডস। ম্যাচের শেষ দিকে অল্প ব্যবধানে দুই গোল আদায় করে ডাচরা। দোহার থুমামা স্টেডিয়ামে ৮৬তম মিনিটে গোল পান কোডি গ্যাকপো। আর ম্যাচের যোগ করা সময়ের দশম মিনিটে নেদারল্যান্ডসকে দ্বিতীয় গোল এনে দেন ডেভি ক্লাসেন। ম্যাচে নেদারল্যান্ডসের সেই শৈল্পিক ফুটবল দেখা গেছে থোরাই। তবে হিসেবি ফুটবল খেলে ম্যাচের পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় কোচ লুই ভ্যান গালের দল।

আরও পড়ুন:  খুলনা বিভাগীয় বিএনপি'র মহা সমাবেশ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top